নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২০
০৪:২২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২০
০৮:১৩ অপরাহ্ন
সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্ত হওয়াদের মধ্যে ৩০ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২৮ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন।
এনএইচ/এএফ-১৩