দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বেই ছিলেন করোনা আক্রান্ত ওসি সেলিম!

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২১, ২০২০
০৩:৪৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২০
০৪:২৯ পূর্বাহ্ন



দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বেই ছিলেন করোনা আক্রান্ত ওসি সেলিম!

দু'দিন আগে সিলেট সফরে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট সফরে আসেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বেই ছিলেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা। যিনি আজ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা গত ১৮ আগস্ট নমুনা জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্তের বিষয়টি জানতে পারেন।

করোনার নমুনা জমা দেওয়ার পরও কিভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন? এই বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, 'তিনি করোনা শনাক্ত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে নমুনা কবে জমা দিয়েছিলেন সেটা জানি না। তাই নমুনা জমা দেওয়ার পরও দায়িত্বে থাকা নিয়ে কোনো মন্তব্য আমি করতে পারবো না।'

আরসি/বিএ-০১