গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা আওয়ামী লীগের দোয়া

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন



গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা আওয়ামী লীগের দোয়া


সিলেট সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে কালেক্টরেট মসজিদে বাদ জুম’আ মিলাদ শেষে শিরণী বিতরণ করা হয়।

দোয়া মাহফিল শেষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বার বার হত্যার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাঁকে হত্যা করতেই ২১শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। ১৫ই আগস্ট এবং ২১শে আগস্টে গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা। যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছে, যারা পাকিস্তানের লেজুড়বৃত্তি করে, যারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, আর্দশ ও ঐতিহ্যকে বিলুপ্ত করতে চায় তারাই ২১শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছে।

অ্যাডভোকেট নাসির আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের এইদিনে মূলত আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এই নৃশংসতম গ্রেনেড হামলা চালায়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন,পিপি, সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, হাজি ফারুক আহমদ, হাজী রইছ আলী, খোকন কুমার দত্ত, এমাদ উদ্দিন মানিক, ডা.আরমান আহমদ শিপলু, সাহিদুর রহমান শাহিন, অ্যাডভোকেট আজমল আলী, হাজি মইনুল ইসলাম, অ্যাডভোকেট  বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, রাজ্জাক হোসেন, মুহিত হোসেন,বোরহান উদ্দিন, মজির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, জেলা তাতী লীগের আহবায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন,  অ্যাডভোকেট মনসুর রশীদ,  অ্যাডভোকেট মোস্তফা শাহিন চৌধুরী, তপন চন্দ্র পাল, আনোয়ার আলী, মনিরুজ্জামান সেলিম,শোয়েব আহমদ চৌধুরী, মোবশ্বরী আলী, সুহেল আহমদ সাহেল প্রমুখ।

আরসি-০৪