সিসিক কর্মকর্তার মুত্যৃতে মেয়রের শোক

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২০
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২০
০৭:০৮ অপরাহ্ন



সিসিক কর্মকর্তার মুত্যৃতে মেয়রের শোক

সিলেট সিটি করপোরেশনের কর আদায় শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১টায় সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিসিক কর্মকর্তা মিজানের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেলেও করোনা মহামারীর কারণে চিকিৎসা নিতে পারেননি। দেশে ফিরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পরে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়লে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকলে, একপর্যায়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরসি-০৫