ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন
ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ
সিলেটের ওসমানীনগরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ (৩৩)। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ ধরা পড়েছে। নতুন ১ জন নিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ নিজের করোনাভাইরাসে আক্রান্তের হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন থেকে জ্বর, কাশি, গলাব্যাথাসহ করোনার বিভিন্ন উপসর্গ থাকায় গত ২০ আগস্ট সিলেট শহরে নমুনা প্রদান করলে গতকাল রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
প্রসঙ্গত, ওসমানীনগরের একমাত্র করোনা চিকিৎসক হিসেবে ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ আক্রান্ত রোগীদের দেখাশোনাসহ বিভিন্ন পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করতেন।
ইউডি/আরআর-০৬