সিলেটে আক্রান্ত প্রায় দশ হাজার, মৃত্যু ১৭৭

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২২, ২০২০
০২:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২০
০২:২৩ অপরাহ্ন



সিলেটে আক্রান্ত প্রায় দশ হাজার, মৃত্যু ১৭৭

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে প্রায় দশ হাজার। 

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১২১ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জে ২৫ জন এবং হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেট এবং একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ২৯৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮৯৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৩৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৩৩৭ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৬ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ১৯ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৫ হাজার ৮৯৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৪৮ জন, হবিগঞ্জের ৯৩০ জন ও মৌলভীবাজার জেলার ৮০২ জন। 

করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৬ জন ও মৌলভীবাজারে ২৩ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-০১