ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২০
১১:০১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২০
১১:০১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ২০ ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সিলেটের ল্যাব থেকে প্রেরিত আক্রান্তদের দ্বিতীয়বারের পরীক্ষার রিপোর্টে ফলাফল নেগেটিভ এসেছে। গত ১ আগস্ট, ৪ আগস্ট ও ৬ আগস্ট তাদের করোনা শনাক্ত হলে তারা দীর্ঘদিন হোম আইসোলেশনে ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়েছেন তারা হলেন- সাংবাদিক আবদুল মতিন, গ্রামীনফোনের ডিস্ট্রিবিউশন কর্মী আবদুল তাহিদ, কফিল উদ্দিন, আবদুল করিম, জুনেদ আহমদ, রুবেল আহমদ, সুবের আহমদ, সুহেল আহমদ, বদরুল ইসলাম, সুন্দর মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মী সাইদুল ইসলামসহ আরও ৯ জন।
এ পর্যন্ত ওসমানীনগরে মোট ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন মারা গেছেন। নতুন ২০ জনসহ এখন পর্যন্ত প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় সুস্থ্ হয়েছেন মোট ৬৩ জন।
ইউডি/আরআর-০২