ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১, গ্রেপ্তার ২

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ২২, ২০২০
১১:৫১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২০
১১:৫১ পূর্বাহ্ন



ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১, গ্রেপ্তার ২

সিলেটের ওসমানীনগরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।

জানা যায়, গত ১৭ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র সেলু মিয়ার ভাই স্থানীয় বরায়া হাওর থেকে মাছ ধরেন। মাছ ধরার পর রঙ্গিয়া এলাকার মুজাহিদ আলী মিন্টু তার জায়গা থেকে মাছ ধরা হয়েছে বলে সেলু মিয়াদের অভিযুক্ত করেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। পরে ওইদিন সকাল ১১টার দিকে মুজাহিদ আলী মন্টু, আব্দুস ছালাম রেজন, রুবেল মিয়া, আলমগীর মিয়া, রিয়াদ মিয়া গং সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে সেলু মিয়ার বাড়িতে হামলা চালান। তাদের হামলায় সেলু মিয়া মারাত্মক আহত হন। দুর্বৃত্তদের ধারলো অস্ত্রের আঘাতে সেলু মিয়ার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এসে সেলু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রায় ৩ দিন হাসপাতালে থাকার পর সেলু মিয়া গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ৫ জনকে আসামি করে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে মুজাহিদ আলী মন্টু ও তার পুত্র আলমগীর মিয়াকে গ্রেপ্তার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

ইউডি/আরআর-০৪