ওসমানীনগর প্রতিনিধি
                        আগস্ট ২৩, ২০২০
                        
                        ০২:১৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ২৩, ২০২০
                        
                        ০২:১৬ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেটের ওসমানীনগর থেকে সাকির আহমদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ পরিচিত সব জায়গায় সন্ধান করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, গতকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়ার উদ্দেশে সাকির আহমদ বাড়ি থেকে বের হন। কিন্তু নামাজ শেষে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজ সাকির আহমদ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা (দাশপাড়া) এলাকার মৃত রশিদ আহমদের ছেলে। তার খোঁজ পেলে ০১৭১৫-১৩৬৬৪২ অথবা ০১৭২০-৬৩২৬৯৬ নম্বরে অথবা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ইউডি/আরআর-০৯