নগরের দাড়িয়াপাড়ায় ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২২, ২০২০
০২:৫৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২০
০৩:৪১ অপরাহ্ন



নগরের দাড়িয়াপাড়ায় ভবনে অগ্নিকাণ্ড

সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৮ টার দিকে এলাকার একটি ভবনটিতে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেট স্টেশনের কন্ট্রোল রুম থেকে সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা বলেন, 'প্রয়াত নায়ক সালমান শাহের মামার বাড়ির বিপরীতে একটি ভবনের আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা রাত ৮টা ৯ মিনিটে খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি ও ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌঁছেছেন।'

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা ভবনে লেগে যাওয়া আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে জানান তিনি।

 

এনএইচ/এএফ-০২