ওসমানীর ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২২, ২০২০
০৩:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২০
০৩:৫১ অপরাহ্ন



ওসমানীর ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২২ আহস্ট) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ কর্মকর্তা জানান, শনিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১০ জন, মৌলভীবাজারের ২৩ জন ও সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জ জেলার দুইজন রয়েছেন। 

এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩১০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯১৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৬০ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১২৬ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজার জেলায় ১৯ জন।

আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৮৯৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৮ জন, হবিগঞ্জে ৯৩০ জন ও মৌলভীবাজার জেলায় ৮০২ জন। 

করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজারে ২৩ জন।

বিএ-০৭