জুড়ীতে মন্দিরে চুরি, মালামালসহ আটক ৫

জুড়ী প্রতিনিধি


আগস্ট ২৩, ২০২০
১০:৪৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২০
১০:৫০ অপরাহ্ন



জুড়ীতে মন্দিরে চুরি, মালামালসহ আটক ৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগানের শ্রী দুর্গা মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নির্দেশে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ আগস্ট) রাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান দুর্গা মন্দিরের তালা ভেঙে উপাসনালয়ের বেশ কিছু মালামাল চুরি হয়। ঘটনার পরদিন গতকাল শনিবার (২২ আগস্ট) মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজীবন নায়েক থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ পেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন- পূর্ব জুড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), উত্তর জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র শিপন আহমদ (২২), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সোহেল মিয়া (২২), পূর্ব গোয়ালবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র আব্দুল জলিল (৩০) এবং গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র জসিম উদ্দিন (৩০)। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা আসামি সোহেল আহমদের বসতবাড়ি থেকে চুরিকৃত কাঁসার কিছু মালামাল এবং তালা কাটার সাঁড়াশি জব্দ করেছি। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এইচআর/আরআর-০১