জগন্নাথপুরে অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন



জগন্নাথপুরে অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ যানবাহনের অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেদেহী হাসানের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আবাসিক সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পৌরশহরে অস্বাভাবিকভাবে অবৈধ যানবাহনের হিড়িক পড়েছে। এসব যানবাহনের মধ্যে বিশেষ করে টমটম (ইজিবাইক) ও ট্রলি গাড়ির অধিকাংশ চালক অদক্ষ ও কম বয়সী। ফলে অনেকেই বেপরোয়া গতিতে যানবাহন চালায় এবং যেখানে-সেখানে গাড়ি রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে। এ কারণে দুর্ভোগ আর ঝুঁকির মধ্যে পড়তে হয় জনসাধারণকে।

তাই জনস্বার্থে অযোগ্য ও অদক্ষ চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিকে সভায় উদ্বেগ প্রকাশ করে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, জগন্নাথপুরে সম্প্রতিকালে হলুদ সাংবাদিকতা বেড়েছে। অপসাংবাদিকতা প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। 

 

এএ/আরআর-০৮