দিরাই প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২০
১১:৪২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২০
১১:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত দুই বোন হলো পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই বোন পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার জানান, দুই বোন সকালে পুকুরে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফু ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
এএইচ/আরআর-০২