দিরাই প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই মডেল উচ্চবিদ্যালয়ের প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান ও আব্দুল মতিন সরদার স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গণমিলনায়তনে ডিএইচএস-৯১ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক শামসুজ্জামান তালুকদার।
৯১ ব্যাচের শিক্ষার্থী শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী ও সমীর রায়ের যৌথ সঞ্চালনায় প্রয়াত দুই শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, প্রাক্তন শিক্ষক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, দিরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, প্রভাষক সন্দীপন দাস, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক উদ্দিন, ব্যবসায়ী শফিক মিয়া, মতিউর রহমান, শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, প্রয়াত শিক্ষকদ্বয়ের স্বজন হাবিবুর রহমান কাচা ও গোলাম আশরাফ চৌধুরী খোকন।
স্বাগত বক্তব্য দেন কমিউনিস্ট নেতা নিরঞ্জন দাস খোকন। এছাড়া ভাচুর্য়ালভাবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সাবেক সাংসদ মতিউর রহমান। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।
এএইচ/আরআর-০৬