বড়লেখা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২০
১১:৪১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২০
১১:৪১ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম ফাতেমা বেগম (১৫)। সে শংকরপুর গ্রামের আমিনুল হকের মেয়ে। ফাতেমা স্থানীয় ঈদগাহ বাজার বালিকা উচ্চবিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ফাতেমা বেগম খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে স্বজনরা বাড়ির পাশের একটি তেঁতুল গাছের সঙ্গে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার বিকেলে বলেন, স্কুলছাত্রী ফাতেমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তার পরিবারের কোনো অভিযোগ নেই। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এজে/আরআর-০৪