তাহিরপুর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২০
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২০
০১:২০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের দাবিতে 'প্রেমিকের' বাড়িতে অনশন করেছেন বাদাঘাট সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বাদাঘাট (উত্তর) ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুল হকের ছেলে তায়েফ আহমেদের (২৫) বাড়িতে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলেজছাত্রীর বাবা ননাই গ্রামের ফজলু মিয়া বাদী হয়ে তায়েফ, তার বাবা আব্দুল হক ও চাচা যুবলীগ নেতা শাহ আলমকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান।
কলেজছাত্রীর পরিবার ও থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত তায়েফ ও কলেজছাত্রীর বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সামনের রাস্তা দিয়ে তায়েফ স্থানীয় বাদাঘাট বাজারে যাতায়াত করতেন। সেই সুবাদে ওই ছাত্রীর সঙ্গে তায়েফের প্রায়ই দেখা হতো। একপর্যায়ে তাদের মধ্যে জানাশোনা ও পরিচয় হয়। পরবর্তী সময়ে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের এ সম্পর্ক বিগত ২-৩ বছর ধরে চলে আসছিল।
তায়েফের অন্যত্র বিয়ের কথা চলছে- এমন খবর পেয়ে গত সোমবার দুপুরে বাদাঘাট বাজারের হাজী মার্কেটের একটি কসমেটিকসের দোকানে তায়েফের সঙ্গে দেখা করেন ওই ছাত্রী। ওইসময় বিয়ের বিষয়ে তাদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তায়েফ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওইদিন সন্ধ্যায় বিয়ের দাবিতে তায়েফের বাড়িতে অবস্থান করে অনশন শুরু করেন কলেজছাত্রী।
বিষয়টি গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে রাত ১১টা নাগাদ বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আলী আহমদ, শের আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে উভয়পক্ষের লোকজন আলোচনায় বসেন। আলোচনা শেষে অনশনরত ছাত্রীকে মল্লিকপুর গ্রামের আছদ্দর মল্লিকের হেফাজতে রাখা হয় এবং পরদিন মঙ্গলবার সকালে থানার ওসি ও ইউএনও'র উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়ে চেয়ারম্যান ও অন্যরা চলে যান।
ছাত্রীর বাবা ফজলু মিয়া অভিযোগ করেন, 'তায়েফের বাবা-চাচা কৌশলে সময় নিয়ে তার ছেলেকে ভোরবেলা বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এখন পর্যন্ত আমার মেয়ে আছদ্দর মল্লিকের হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে তারা টালবাহানা শুরু করেছে।'
এদিকে তায়েফের সঙ্গে বিয়ে না হলে কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
এএইচ/আরআর-০৮