জগন্নাথপুরে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ১৮টি মামলায় অর্থদণ্ড

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন



জগন্নাথপুরে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ১৮টি মামলায় অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে অটোরিকশা-লেগুনার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইনে ১৮টি মামলায় ১৩ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক দখল করে অবৈধভাবে বসানো স্ট্যান্ড অপসারণ করা হয়।

জানা যায়, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর পশ্চিম বাজারের নিকটবর্তী জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক দখল করে অবৈধভাবে অটোরিকশা-লেগুনা-টমটম গাড়ির স্ট্যান্ড বসানো হয়। সড়কের প্রায় পুরোটা জুড়ে এলোমেলোভাবে বিভিন্ন ছোট আকারের যানবাহন দাঁড়িয়ে থাকে। ফলে প্রতিনিয়ত সড়কে যানজট সৃষ্টি হয়ে সীমাহীন ভোগান্তির শিকার হয়ে আসছিলেন জনসাধারণ।

এ অবস্থায় বুধবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্ট্যান্ড সড়ক থেকে উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, 'প্রধান সড়ক দখল করে বেআইনিভাবে স্ট্যান্ড বসানো হয়। জনস্বার্থে আমরা অবৈধ স্ট্যান্ডটি উচ্ছেদ করেছি। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭২ এবং ৯০ ধারায় ১৮টি মামলায় অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

এএ/আরআর-০৯