শ্রীমঙ্গল প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২০
০৩:০৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৩:২৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, হীড প্রতিনিধি রাজীব রায়, টিএলসিএ মো. মাহবুবুর রহমান ও নাটাবের বিভাগীয় সমন্বয়ক সুমন চৌধুরী সভায় বিস্তারিত আলোচনায় অংশ নেন।
সভায় যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয়, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে সংবাদকর্মীরা তাদের পেশাগত দ্বায়িত্বপালনের পাশাপাশি যক্ষা নির্মূলে ভূমিকা রাখতে পারেন।
সভায় জানানো হয়, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ৪শ ১ জনের যক্ষার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩শ ১ জনের রিপোর্ট পজিটিভ আসে। নিয়মিত চিকিৎসায় ইতোমধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়েছেন।
এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বর্তমানে শ্রীমঙ্গল উপজেলায় ৩৮১ জন যক্ষা রোগী চিকিৎসাধীন আছেন।
জিকে/আরআর-১১