তাহিরপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু, ধর্ষক গ্রেপ্তার

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ২৭, ২০২০
০৬:৫১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৬:৫১ অপরাহ্ন



তাহিরপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু, ধর্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে ৮ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে। ধর্ষক জহুর মিয়া (৩১) তিন সন্তানের জনক। 

এ ব্যাপারে ধর্ষিত শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তাহিরপুর থানার এসআই পাপেল রায় জানান, ঘটনা জানার পর-পরই ধর্ষক জহুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে। 

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ধর্ষক জহুর মিয়ার বাড়ির পার্শ্বে শিশুটির বাড়ি হওয়ার সুবাদে শিশুটিকে কৌশলে নানান ছলাকলায় একাধিক সময়ে পর পর তিনবার তার নিজ বসত ঘরে নিয়ে সে ধর্ষণ করে। মঙ্গলবার শিশুটিকে আবার একই কায়দায় ধর্ষণ করা হলে শিশুটি তার মাকে গোপনাঙ্গে ব্যথা অনুভূত হওয়ার বিষয়টি জানায়।  এক পর্যায়ে শিশুটি তার মাকে জানায় জহুর মিয়া তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তিনবার ধর্ষণ করে। পরে ধর্ষিতার মা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভপুর থানার গামাইতলা নামক স্থান থেকে ধর্ষককে গ্রেপ্তার করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পরই ধর্ষক জহুর মিয়াকে পুলিশ গ্রেফপ্তার করেছে এবং ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ/বিএ-১১