অনুদান পেলেন মৌলভীবাজারের আরও ১৮ জন সাংবাদিক

মৌলভীবাজার প্রতিনিধি


আগস্ট ২৭, ২০২০
১১:৪৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন



অনুদান পেলেন মৌলভীবাজারের আরও ১৮ জন সাংবাদিক

করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাবাজারের আরও ১৮ জন সাংবাদিক আর্থিক অনুদান পেয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ হাজার টাকা করে চেক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর পূর্বে জেলার আরও ১৫ জন সাংবাদিক এই অনুদান পেয়েছেন।

 

এসএইচ/আরআর-০২