পর্বতারোহী রত্না স্মরণে কমলগঞ্জে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৯, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন



পর্বতারোহী রত্না স্মরণে কমলগঞ্জে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়াবিদ ও পর্বতারোহী রেশমা নাহার রত্না স্মরণে ও নিহতের ঘটনার সুবিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৬টায় উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ফটকের সামনে গিয়ে ঘুরে শমশেরনগর শহীদ মিনার প্রাঙ্গণে এসে সাড়ে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন রানার্সরা। এতে ১০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকলেই ৫০ মিনিট থেকে ১ ঘন্টা সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করেন।

দৌড় শেষে শমশেরনগর শহীদ মিনারে মানববন্ধন করে রেশমা নাহার রত্না নিহতের সুবিচার ও সড়ক/মহাসড়কে সাইকেল লেন বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন শমশেরনগর রানার্স কমিউনিটির সমন্বয়ক সুলেমান হাসান।

শমশেরনগর রানার্স কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট। গত ৭ আগস্ট রাজধানীতে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা মর্মাহত। তার স্মরণে ও ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ করেছি। একই সময়ে দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে রত্না হত্যাকাণ্ডের প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি ও শহরের প্রধান সড়কগুলোতে আলাদা সাইকেল লেন করার দাবি জানানো হয়েছে।'

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর হাতিরঝিল এলাকায় সাইকেল চালানো শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)। 

 

এসডি/আরআর-০৭