শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি


আগস্ট ৩০, ২০২০
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২০
০৬:৩৯ অপরাহ্ন



শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন চা-বাগান থেকে স্বাক্ষর দেব নামে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বাক্ষর দেব তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এসব তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পরিদর্শক সুহেল রানা জানান, রবিবার সকালে লাকাইছড়া চা-বাগান থেকে ‘স্বাক্ষর দেব’ নামে এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন তারা।

স্বাক্ষর দেব শ্রীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেবের ছেলে।

পিরিদর্শক সুহেল রানা বলেন, স্বাক্ষর দেব শনিবার বিকেল ৪টায় বাবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।পরে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। সকালে তার মৃতদেহ পড়ে থাকার খবর আসে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালিক বলেন, মৃতদেহের পাশেই তার মোটরসাইকেল ও মোবাইল ফোন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সেডিল ট্যাবলেটের খালি পাতা অ্যালুমুনিয়াম ও দুটি পান্তার বোতল পাওয়া গেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ/বিএ-০৬