মৌলভীবাজার প্রতিনিধি
                        আগস্ট ৩১, ২০২০
                        
                        ০৭:৪৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ৩১, ২০২০
                        
                        ০৭:৪৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদের মৌলভীবাজার জেলা ফোরামের সদস্য রায়হান আনসারী ও ছাত্র ফ্রন্টের শহর সভাপতি সজিবুল ইসলাম তুষারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার আলাদা আলাদা বিবৃতিতে তাদের অব্যাহতি দেন বাসাদের জেলা আহবায়ক মঈনুর রহমান মগনু ও ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ।
বাসদের বিবৃতিতে বলা হয়, ২৮ আগস্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা কমিটি ও বর্ধিত ফোরামের এক জরুরি সভা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দলের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিকস্খলনজনিত কারণে বাসদ মৌলভীবাজার জেলা বর্ধিত ফোরামের সদস্য রায়হান আনছারিকে দলের সকল প্রকার দায়দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে রায়হানকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, ২৭ আগস্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার এক জরুরি সভা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহর শাখার সভাপতি সজিবুল ইসলাম তুষারকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দায়দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকল প্রকার অন্যায়, অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
এসএইচ/বিএ-০৬