বড়লেখায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বড়লেখা প্রতিনিধি


আগস্ট ৩১, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন



বড়লেখায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মৌলভীবাজারের বড়লেখায় ৯০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বাবুল পাত্র (৪২) ও তার স্ত্রী আশা পাত্র (৩২)। এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির ২০ হাজার ৪৬০ টাকা ও মাদক পাচারে ব্যবহৃত সিএনজিচালিত আটোরিকশাও আটক করা হয়ে। 

রবিবার (৩০ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়ে।

বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন গাঁজাসহ দম্পতিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রতুলি বাজার থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির ২০ হাজার ৪৬০ টাকা ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়ে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র৬ণ আইনে থানায় মামলা হয়েছে। আজ (রবিবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এজেএল/বিএ-০৭