কমলগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০১, ২০২০
০৪:৩২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৪:৩২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার বিকেল সাড়ে ৪টায় ধলাই নদীর উপর নবনির্মিত গার্ডার ব্রিজের ফলক উন্মোচন ও সন্ধ্যা ৭টায় পৌর এলাকার সকল ওয়ার্ডে সড়কের বাতি প্রজ্জ্বালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জানা গেছে, কমলগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধলাই নদীর উপর দীর্ঘ ৯০.১০ মিটার নবনির্মিত পিএসসি গার্ডার ব্রিজ এলজিইডি'র তত্ত্বাবধানে নির্মিত হবে। নির্মাণকাজে ব্যয় হবে ৬ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৪শ ২৬ টাকা।
এসডি/আরআর-০৯