কমলগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন
স্থানীয় সরকার বিভাগের জারিকৃত পরিপত্রে বর্ণিত ৩ শতাংশ অর্থ বরাদ্দ এবং ২৫ শতাংশ প্রকল্প নারী সদস্য কর্তৃক বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে নারী উন্নয়ন ফোরাম।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি বিলকিস বেগমের নেতৃত্বে নারী ইউপি সদস্য ও নারী কাউন্সিলরা এ স্মারকলিপি প্রদান করেন। ইউএনও'র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ।
এর আগে উপজেলা পরিষদের হলরুমে কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি বিলকিস বেগম বলেন, 'দেশের অর্ধেকের বেশি নারী। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীর উন্নয়নে আইন আছে, কিন্তু মানা হয় না। এখন শুধু আমাদের একটাই দাবি, সকল উপজেলায় পরিপত্র অনুযায়ী ৩ শতাংশ বরাদ্দ এবং উপজেলা-ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫ শতাংশ নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়ন করা হোক।'
এসডি/আরআর-০৩