কুলাউড়া প্রতিনিধি
                        সেপ্টেম্বর ০৩, ২০২০
                        
                        ০৫:০১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
                        
                        ০৫:০১ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী (৭৮)।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে তিনি মারা যান বলে জানান এ কর্মকর্তা।
ডা. নুরুল হক বলেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান গত ২৮ আগস্ট সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৩০ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএ-২০