রাজনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:১১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:১১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে রাজনগর উপজেলার বিভাগীয় কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাস, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম, জেলা পরিষদের সদস্য রওনক আহমদ অপু, রাজনগর উপজেলার ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী, কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কলাম বেগ এবং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সদস্যরা।
এফএইচ/আরআর-০১