জুড়ীতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, জুড়ী


সেপ্টেম্বর ০৫, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন



জুড়ীতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বেলাগাঁও কন্টিনালা রেলব্রিজ সংলগ্ন সচেতন এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও দৈনিক সকালের সময়ের জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, দৈনিক প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন, দৈনিক ভোরের কাগজের জুড়ী  প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জয়যাত্রা টিভির জুড়ী প্রতিনিধি হারিছ মোহাম্মদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, আমার সিলেট নিউজ ডটকমের জুড়ী প্রতিনিধি আবুল হোসেন লিটন, রাইসা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোরশেদ আলম ময়না, ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, মো. আসাদুজ্জামান, নুরুল হক, আব্দুর রহিম, ইউসুফ খা, আকবর আলী, আবু তাহের, আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি হেলাল আহমেদ, মোশারফ হোসেন, ফাহিম আহমদ, তাহের, রমজান, মুজিবুর, আমির, আরিফ, শাহজাহান, মনির হোসেন, আলী আব্বাস, জুয়েল, ইব্রাহিম, রোমান, মেহরাজ, মোতালেব, আলামিন, মাহবুল, রুহুল আমিন, শিমুল প্রমুখ।

সভাপতির বক্তব্যে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রর্তী বলেন, 'মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। আগামী নভেম্বর মাসের মধ্যে জুড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।'

 

এইচআর/আরআর-০৯