মৌলভীবাজারে এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২০
১১:৪৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
১১:৪৯ অপরাহ্ন



মৌলভীবাজারে এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ করা হয়।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এম. সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, দলীয় নেতাকর্মী ও মরহুমের পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান, সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জি কে গৌছ। এছাড়াও এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মরহুম এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমানের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, সদর থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মেম্বার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের সাবেক নেতা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সদস্য আব্দুস সামাদ তুহেল, শ্রমিক দল জেলা শাখার সভাপতি সুরমান আলী, শ্রমিক দল মহানগর শাখার সভাপতি ইউনুস আলী, শ্রমিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক দল মহানগর শাখার সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কৃষক দল জেলা শাখার আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজুল ইসলাম তাজুল, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, যুবদল নেতা মুমতাজুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাশরুর রাসেল, সোহেল রানা, হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ-সভাপতি নুরুল ইসলামসহ মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর জন্মস্থান মৌলভীবাজার থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় যাওয়ার পথে আশুগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এই অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

 

এসএইচ/আরআর-০৪