কমলগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:২০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:২০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের সোনালী ব্যাংক শাখায় করোনা সংক্রমণের কারণে সাপ্তাহিক ছুটির দিনে ৫৫০ জন চা শ্রমিকের মাঝে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত ৫ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সোনালী ব্যাংক শমশেরনগর শাখা থেকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের ৫৫০ জন শ্রমিকের মাঝে এ ভাতার টাকা প্রদান করা হয়।
জানা যায়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত তালিকাভুক্ত চা শ্রমিকদের বছরে একবার করে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ছুটির দিনে এ শাখায় চা শ্রমিকদের ভাতার টাকা দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার বলেন, কার্যদিবসে ব্যাংকে অন্যান্য গ্রাহকদের লেনদেন থাকে। তখন এক সঙ্গে ৫ শতাধিক চা শ্রমিকের মাঝে ভাতার টাকা প্রদান করলে কোনোভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। তাই শনিবার ছুটির দিনেও শমশেরনগর সোনালী ব্যাংক শাখায় সকাল ১০টা থেকে কয়েক ধাপে ভাগ করে মোট ৫৫০ জন চা শ্রমিকের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।
এসডি/আরআর-১৪