করোনায় মারা গেলেন মৌলভীবাজারের আ.লীগ নেতা

কুলাউড়া প্রতিনিধি


সেপ্টেম্বর ০৬, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
১১:২৫ অপরাহ্ন



করোনায় মারা গেলেন মৌলভীবাজারের আ.লীগ নেতা

আনকার আহমদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনকার আহমদ। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মরহুমের ১ম জানাজার নামাজ রবিবার বিকেলে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) মসজিদ প্রাঙ্গণে ও ২য় জানাজার নামাজ সন্ধ্যা ৭টায় তাঁর নিজ বাড়ি কচুয়া গ্রামে অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আনকার আহমদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিত। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা আনকার আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, করোনা পজেটিভ হওয়ার পর গত ২৪ আগস্ট থেকে আনকার আহমদ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনার পাশাপাশি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

 

জেএইচ/আরআর-০৩