নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৮, ২০২০
০৬:১৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে ঘর মেরামতের জন্য গাছের গুড়ি বহনকালে পা ছিটকে পড়ে গিয়ে অর্জুন পাসি (৩৮) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত অর্জুন পাসি ওই চা বাগানের নিতাই পাসির ছেলে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দলই চা বাগানের বড় লাইন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সীমান্তবর্তী দলই চা বাগানের বড় লাইন শ্রমিক পাড়ায় ঘর মেরামতের জন্য গাছের গুড়ি কাঁধে করে বহন করছিল অর্জুন পাসি। টিলা থেকে খণ্ডাংশ নামানোর সময় হঠাৎ করে পা ছিটকে তা শরীরে আঘাত লাগে। এসময় অর্জুন পাসি গুরুতর আহত হলে স্বজনসহ বাগানের শ্রমিকরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
বিএ-১৩