বড়লেখা প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুবাই প্রবসী দুই ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আধাপাকা ৮টি কক্ষ ও ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের দুবাই প্রবাসী জুনাব আলী ও মৌর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি কক্ষ ও ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রবাসী জুনাব আলী ও মৌর আলীর বাড়িতে হঠাৎ আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই রান্নাঘরসহ ৮টি কক্ষ, ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
দুবাই প্রবাসী জুনাব আলীর ভাতিজা মারওয়ান হোসেন বলেন, 'ভোরের দিকে ঘরে আগুন লাগে। হঠাৎ গরম অনুভব করায় ঘুম থেকে জেগে উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে আমি সবাইকে ঘুম থেকে ডেকে তুলি। তবে কীভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছি না। আমাদের চোখের সামনে একে একে ৮টি ঘর পুড়ে গেছে। ঘরসহ সব মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'
বড়লেখা ফায়ার স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।'
এজে/আরআর-০৬