কুলাউড়া প্রতিনিধি
                        সেপ্টেম্বর ১০, ২০২০
                        
                        ১২:৪৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
                        
                        ১২:৪৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর নির্মম হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে’র সভাপতিত্বে ও কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়ার সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র সাধারণ সম্পাদক ইমদাদুল হক সুলতান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের সভাপতি শাহিদুর রহমান শাহি প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বৈশ্বিক মহামারি করোনাকালে সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বপালন করছেন। অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জেএ/আরআর-০৪