শমশেরনগরে ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টার যাত্রী ভোগান্তি

কমলগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন



শমশেরনগরে ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টার যাত্রী ভোগান্তি

আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ৭২০ নম্বর আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি টানা ৪ ঘন্টা আটকা পড়েছিল। পরে বিকল্প একটি ইঞ্জিন আসার পর বিকেল ৪টা ৫ মিনিটে আটকেপড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে।

শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমূখী ৭২০ নম্বর আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুপুরে শমশেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। এখানে ২ মিনিট যাত্রাবিরতির পর ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি আটকা পড়ে যায়। এ অবস্থায় চট্টগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। পরে বিকেল ৪টায় আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর বিকেল ৪টা ৫ মিনিটে আটকেপড়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, '৭২০ নম্বর চট্রগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি এই স্টেশনে ৪ ঘন্টা আটকা ছিল। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে আটকেপড়া ট্রেনটিকে উদ্ধার করে টেনে নিয়ে যায়। বিকল ইঞ্জিনটি শমশেরনগর স্টেশনে রয়েছে। তবে এ সময়ের মধ্যে অন্য কোনো ট্রেন না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।'

 

এসডি/আরআর-১১