কমলগঞ্জে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি, হুমকিতে বাঁধ

কমলগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৩, ২০২০
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
১২:১৭ পূর্বাহ্ন



কমলগঞ্জে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি, হুমকিতে বাঁধ

ট্রাকযোগে নেওয়া হচ্ছে পলিমাটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি-বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ থেকে কেটে ট্রাকযোগে নেওয়া হচ্ছে পলিমাটি। নদীর বাঁধের পাশ থেকে অবাধে পলিমাটি কেটে নেওয়ায় হুমকির মুখে পড়েছে ধলাই ব্রিজ ও নদীর বাঁধ।

জানা যায়, ছয়চিড়ি-বিষ্ণুপুরের স্থানীয় একটি প্রভাবশালী মহল রহিমপুর ইউনিয়ন এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ ও বাঁধের পাশ থেকে কয়েকটি ট্রাক লাগিয়ে জমির পলিমাটি কেটে নিয়ে বিক্রি করছে। ধলাই ব্রিজের নিচে ও নদীর বাঁধ ঘেষে অবৈধভাবে এসব পলিমাটি কেটে বিক্রি করা হচ্ছে। জমি প্রায় দুই ফুট পরিমাণ গভীর করে পলিমাটি কেটে তা ট্রাকে ভর্তি করে স্থানান্তর করা হচ্ছে। থেমে থেমে দীর্ঘ সময় ধরে অব্যাহতভাবে পলিমাটি কেটে নেওয়ায় ধলাই নদীর বিষ্ণুপুর এলাকার স্টিল ব্রিজ ও নদীর বাঁধ মারাত্মক হুমকিতে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পলিমাটি কাটা শ্রমিকরা বলেন, নিজের জায়গা থেকে মাটি কেটে নিচ্ছেন তারা। এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। 

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, 'বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

 

এসডি/আরআর-০৬