সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৫টায় এ অভিনেতাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে তার বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন জানান।
শ্বাসকষ্ট নিয়ে ৬ অগাস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার করোনাভাইরাস শনাক্তের পর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মেহজাবিন বলেন, বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৬৬ বছর বয়সী এ অভিনেতা। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল বলে জানান তার মেয়ে।
বছরের পর বছর ধরে চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সঙ্কটে থাকার কথা জানিয়ে বাবার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে সাদেক বাচ্চুর পরিবার।
ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিতি পেয়েছেন তিনি।
২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ খলঅভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।
বিএ-০৭