নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৯, ২০২৫
০৯:২২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২৫
০৯:২২ অপরাহ্ন



নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি: ইসি আনোয়ারুল


ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন না হওয়ার মতো কোনো কাজ বা ঘটনা এখনো ঘটেনি। অনেক কিছু গণমাধ্যমে এসেছে। আশা করি, সেগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট নগরের পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না জানিয়ে ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা যেভাবে প্রত্যেকটি বিভাগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশবাহিনী, কোস্ট গার্ডসহ যত বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন; সবার কাছ থেকে এত বেশি সহযোগিতার আশ্বাস পাচ্ছি যে, আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না।’

জাতীয় নাগরিক পার্টির প্রতীক প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী, যে প্রতীকগুলো থাকে, সেগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয়। সেদিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন ও বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো আছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন, সে প্রতীকটা না থাকার কারণে কমিশন দিতে পারছে না।’

নির্বাচন কমিশন কারো কাছে মাথানত করবে না জানিয়ে ইসি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথানত করবে না।

নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন শুধু আইন-কানুনের ওপর দায়বদ্ধ, আইনের কাছে সে জবাবদিহি করবে। নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল বা কোনো প্রার্থীর কাছে মাথানত করবে না।’


এএফ/০৫