বড়লেখা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের যৌথ স্বাক্ষরে এ তিন কমিটির অনুমোদন দেওয়া হয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উপজেলা ছাত্রদল।
জানা গেছে, ফয়সল আহমদকে আহ্বায়ক ও আরিফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন- তারেকুল ইসলাম তারেক, নুরুল ইসলাম সুজন, আবেদ আহমদ আবিদ, সাদিকুর রহমান সাদিক, জুনেদ আহমদ শিমুল, খায়রুল ইসলাম সবুজ, সিরাজুল ইসলাম রিপন, জুয়েল আহমদ, এবাদুর রহমান বাপ্পি ও সামাদ হোসেন এবং সদস্য জুনেদ আহমদ, সাফায়াত আহমদ, জবলু হোসেন, গাচ্ছান আহমেদ, মাসুমুর রহমান, ফয়জুর রহমান, জাহিদুল ইসলাম আকবর, আক্তার হোসেন রেদওয়ান ও মেহেদী হাসান হৃদয়।
এদিকে ফাহিম শাহরিয়ারকে আহ্বায়ক ও তানভীর আনজুম শুভকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন- রাসেল আহমদ, এমদাদুল হক সজিব, আব্দুস সামাদ উজ্জ্বল, আবু বক্কর সিদ্দিক নাহিদ, রাবু আহমদ, হাসান আহমদ ও তোফায়েল আহমদ এবং সদস্য আশরাফুল ইসলাম দিপু, নিগদাদ হোসেন, তাহিন ইসলাম, দোলোয়ার হোসেন, মারুফ হাসান আবির, তানভীর হোসেন, হাফিজ আহমদ, এনাম আহমদ, আব্দুল আউয়াল ও তাহিন ইসলাম।
অন্যদিকে জাফর আহমদকে আহ্বায়ক ও মনসুর আহমদ প্রিন্সকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন- ওয়ালিউর রহমান জাবের, আমিনুল ইসলাম সাকিল, শামসুর রহমান, মাহিন আহমদ তরফদার, শাকিল শাহরিয়ার ও ওসামা বিন রহমান এবং সদস্য মাজহারুল ইসলাম, আশরাফুল আহমদ, আকরামুল হক শুভ, হাসান আল মামুন, আমিনুল হোসেন, তারেক হোসেন মুন্না, রুমন আহমদ, হাসান আহমদ, মাসুদুর রহমান, মাহিদুল ইসলাম, উজ্জ্বল ইসলাম ও ফাহিম আহমদ।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রতিটি ইউনিটের আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এজে/আরআর-০১