কুলাউড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আকস্মিক বজ্রপাতে অনিল দেবনাথ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে অনিল দেবনাথ মারা যান। তিনি বাড়ির পাশে ক্ষেতের জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অনিল দেবনাথ ৩ পুত্রের জনক বলে জানা গেছে।
হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, কৃষক অনিল দেবনাথ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বজ্রপাতে নিহত অনিল দেবনাথের অসহায় পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
জেএইচ/আরআর-০৬