কমলগঞ্জ প্রতিনিধি
                        সেপ্টেম্বর ১৭, ২০২০
                        
                        ০২:০২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
                        
                        ০২:০২ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে একটি পোল্ট্রি খামারে অসুস্থ হয়ে সাড়ে ৬ শতাধিক সোনালী মোরগের মৃত্যু হয়েছে। এতে খামারির প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ইউনিয়নের টিলাগড় গ্রামের কাইয়ুম হোসেনের খামারে গামবোরো রোগে আক্রান্ত হয়ে গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনে গড়ে ১ কেজি ২০০ গ্রাম ওজনের এসব মোরগের মৃত্যু হয়।
টিলাগড় গ্রামের সোনালী পোল্ট্রি খামারের মালিক কাইয়ুম হোসেন জানান, গত দুই বছর ধরে নিজ বাড়িতে খামার করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। গত আড়াই মাস আগে খামারে এক হাজার সোনালী জাতের মোরগের বাচ্চা উত্তোলন করেন। বাচ্চাগুলোর লালন-পালন, ভ্যাকসিন ও ফিডসহ প্রয়োজনীয় খাবারও প্রদান করেন। প্রতিটি বাচ্চা এক কেজি থেকে এক কেজি দুইশ গ্রাম ওজনের হয়। ঠিক বিক্রির উপযুক্ত সময়ে সেগুলো রোগে আক্রান্ত হয়। এই সময়ে স্থানীয় প্রাণী চিকিৎসক ও ওষুধ কোম্পানির চিকিৎসকদের মাধ্যমে তিনি জানতে পারেন মোরগগুলো গামবোরো রোগে আক্রান্ত হয়েছে। তিনি তাদের পরামর্শ মোতাবেক এসব বিষয়ে ওষুধপত্র খাওয়ানোর পরও সেগুলোকে রক্ষা করতে পারেননি। সুস্থ অবস্থায় সাড়ে ৩শ মোরগ বিক্রি করতে পারলেও অবশিষ্ট সাড়ে ৬শ মোরগ খামারেই মারা যায়।
কাইয়ুম হোসেন বলেন, 'প্রায় ৭৫ দিন বয়স হওয়ার পর এসব মোরগ মারা যাওয়ায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। একজন ডিলারের কাছ থেকে কিছু বাকিতে খাবার ও ওষুধ এনে ব্যবহার করলেও এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন।'
এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত আলী জানান, উপজেলার সবগুলো খামারে তাদের দেখাশোনা রয়েছে। তবে টিলাগড় গ্রামের কাইয়ুম হোসেনের খামারে সাড়ে ৬শ মোরগ মারা যাওয়ার বিষয়ে কিছুই জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
এসডি/আরআর-১৩