বড়লেখা প্রতিনিধি
                        সেপ্টেম্বর ১৮, ২০২০
                        
                        ০১:২২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
                        
                        ০১:২২ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই সভার আয়োজন করে।
এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
এতে সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকৌশলী মো. সামসুল হক ভুঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন, ময়নুল হক, আহমেদ জুবায়ের লিটন, বিদ্যুৎ ক্লান্তি দাস, আজির উদ্দিন, সাহাব উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস ও এ জে লাভলু প্রমুখ।
এজে/আরআর-০১