জুড়ীতে চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ

জুড়ী প্রতিনিধি


সেপ্টেম্বর ১৮, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন



জুড়ীতে চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধরণের উন্নয়নকাজ অব্যাহত থাকবে।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের মধ্যে ৩৪৪৭ জনকে এককালীন ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হবে। আজ প্রথম পর্যায়ে ২৪৬ জন চা শ্রমিকের হাতে ৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

 

এইচআর/আরআর-০৩