রাজনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় করোনা প্রতিরোধী এন্ডিবডি হোমিও ওষুধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে রাজনগর প্রেসক্লাব এবং করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের যৌথ উদ্যোগে এই হোমিও ওষুধ বিতরণ করা হয়।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কলাম বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম সেফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমেদ ও রাজনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সদস্য শঙ্কর দুলাল দত্ত এবং অন্যান্য সাংবাদিক ও উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
এফএইচ/আরআর-০৫