ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে বেলজিয়াম

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:১০ অপরাহ্ন



ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে বেলজিয়াম

করোনা মহামারীর কারণে পাঁচ মাস পর র‍্যাংকিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। প্রকাশিত র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে বেলজিয়াম। প্রথম চারে থাকা সবক’টি দলের অবস্থান অপরিববর্তিত।

দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল এবং ইংল্যান্ড। তবে পঞ্চমস্থানে থাকা রোনাল্ডোর পর্তুগালের অবস্থানের উন্নতি হয়েছে কিছুটা। লকডাউনের আগে প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় নেশনস লিগ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিল সপ্তমস্থানে। ব্রাজিল বাদে র‍্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা ইউরোপের সবক’টি দেশই নেশনস লিগে সম্প্রতি অভিযান শুরু করেছে। 

নভেম্বরে আন্তর্জাতিক বিরতির পর র‍্যাংকিং অনুযায়ী ২০২২ বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান কোয়ালিফায়িং গ্রুপের ড্র ঘোষণা করা হবে। যেখানে ফিফা র‍্যাংকিংয়ে ইউরোপের প্রথম ১০ টি দলকে দশটি গ্রুপের শীর্ষবাছাই হিসেবে ভাগ করে দেওয়া হবে। ওই গ্রুপের শীর্ষস্থানীয় দলগুলি ২০২২ কাতার বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করার সুযোগ পাবে। বাকি তিনটি দল ২০২২ মার্চে প্লে-অফের মধ্যে দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে সক্ষম হবে।

ফিফা র‍্যাংকিং’য়ে এই মুহূর্তে ১৪ এবং ১৫ নম্বর দল হিসেবে ইউরোপের সেরা দশের তালিকায় যথাক্রমে নবম এবং দশম স্থানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও সুইজারল্যান্ড।  নভেম্বরে আন্তর্জাতিক বিরতি অবধি এই র‍্যাংকিং ধরে রাখতে পারলে ইউরোপিয়ান কোয়ালিফায়িং’য়ের গ্রুপগুলোতে শীর্ষবাছাই হিসেবেই জায়গা করে নেবে জার্মানি- সুইজারল্যান্ড। র‍্যাংকিংয়ে ১৬তম স্থানে রয়েছে ইউরোপের আরেকটি দেশ ডেনমার্ক।  নভেম্বরে ফিফা তালিকায় সামান্য পটপরিবর্তনে শীর্ষবাছাই হিসেবে শিকে ছিঁড়তে পারে দলটির।

ফিফা প্রকাশিত আফ্রিকার শীর্ষস্থানীয় দেশ হিসেবে ২০ নম্বরে রয়েছে সেনেগাল। এশিয়ার শীর্ষস্থানীয় দেশ হিসেবে ক্রমতালিকায় ২৮ নম্বরে জাপান। ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার ক্রমতালিকায় ৫৫ ন]ম্বরে।

এএন/০৩