মিরর স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪
১১:১০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২৪
১১:১০ অপরাহ্ন
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম।
বুধবার (১১ ডিসেম্বর) ফিফার বর্ধিত সভায় বিশ্বকাপ আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা হবে। তবে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে বিশেষ এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে।
ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে ২০৩০ বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। শতবর্ষ উপলক্ষে বিশেষ আকর্ষণ পাচ্ছে এই আয়োজন। এর অংশ হিসেবে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন।
এতে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল ও মরক্কো। ১৯৮২ সালে শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন। ৪৮ বছর পর আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে দেশটি।
একই দিন ফিফা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের নামও ঘোষণা করবে। এই আসরের একক আয়োজক হবে সৌদি আরব।
এএন/০৩