বড়লেখা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২০
১১:২৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
১১:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এ সময় বড়লেখা থানার এসআই প্রভাকর রায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিংয়ে নামে উপজেলা প্রশাসন। এ সময় মূল্যতালিকা না টানানো, টানানো মূল্যতালিকা অস্পষ্ট ও প্রকাশ্য স্থানে না রাখা, অধিক মূল্যে দ্রব্য বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল ও মূল্যতালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এজে/আরআর-০৫