জুড়ীতে মুক্তিযোদ্ধা কটন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জুড়ী প্রতিনিধি


সেপ্টেম্বর ২০, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন



জুড়ীতে মুক্তিযোদ্ধা কটন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা কটন আলীর (৭৭) দাফন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সম্পন্ন হয়েছে।

তিনি গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার সকাল ১১টায় বাজার আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন হাফিজ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।

 

এইচআর/আরআর-০৫